বিনোদন

গুরু শর্মা এবং উৎসবকে ধরতে জব্বর প্ল্যান বানালো জগদ্ধাত্রী! সফল হবে কি সে?

 

জগদ্ধাত্রী এখন রয়েছে গা ঢাকা দিয়ে কেউ তাকে জানতে পারছে না যে সে বেঁচে রয়েছে। এর মধ্যে থেকেই সে কৌশিক ওপর হামলার তদন্ত চালাচ্ছে আর তদন্ত করতে গিয়েই এবারে উঠে এলো উৎসবের নাম।

কৌশিকীকে যারা গুলি করেছে তাদেরকে ধরার জন্য স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে রাজনাথ আবার নিজের পাওয়ার দেখাতে শুরু করেছে। কিন্তু কৌশিকী রহস্যের কিনারা করতে এগিয়ে এলো কৌশিকীর এক পুরনো সহকর্মী।

কৌশিকীকে সাহায্য করার জন্য জগদ্ধাত্রীকে সকলের সামনে মৃত দেখানো হলে তবেই সে তার মতন কাজ করতে পারবে। তাই জগতদার মৃতদেহের সামনে পুরো মুখার্জি পরিবার রয়েছে। আর সেখানেই উৎসব বারে বারে চাইছে জগদ্ধাত্রী সত্যিই মারা গেছে কিনা সেটা দেখার জন্য।

Related Articles