গুরুতর অসুস্থ হয়ে পড়লেন নুসরাত! তড়িঘড়ি ভর্তি করানো হলো হাসপাতালে

ঢালিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎই সংজ্ঞা হারান তিনি।তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সারা রাত চলে তার চিকিৎসা। নুসরাতের সহকারী সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার খবর জানান এবং সকলের জন্য প্রার্থনার আহ্বান জানান।
নুসরাতের মা পারভিন আক্তার জানিয়েছেন, কিছুদিন ধরে কাজের চাপে ঠিকমত খাওয়া-দাওয়া ও ঘুমাতে পারছিলেন না অভিনেত্রী। তার মাথাব্যথাও ছিল।
নুসরাত ফারিয়া ২০১৪ সাল থেকে রনি রিয়াদ রশিদের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন। চার বছর আগে তাদের বাগদানও সম্পন্ন হয়। কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়।
গত বছর শ্যাম বেনেগালের নির্দেশিত “মুজিব: এক জাতির রূপকার” সিনেমায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত।