বিনোদন

কৌশিকীর তার মেয়েকে তার থেকে দূরে সরিয়ে দিতে চায় মেহেন্দি! কিভাবে তা আটকাবে জগদ্ধাত্রী?

 

“জগদ্ধাত্রী” ধারাবাহিকে রোমাঞ্চ আরো তীব্র হয়ে উঠেছে। রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ংকে মেনে নিতে পারছে না, যা স্বয়ংকে ব্যথিত করে।

এদিকে, সাধুদা কৌশিকীকে জানায় যে স্বয়ংকু এই কেস দেখছে এবং রাজনাথকে গ্রেফতার করবে। কৌশিকী রাজনাথের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করে।

জগদ্ধাত্রী এবং কৌশিকী একসাথে কাজ করে কৌশিকীর উপর গুলি চালানোর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে।

অন্যদিকে, উৎসব ও মেহেন্দি কাঁকনকে ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে যায়। মেনান জগদ্ধাত্রীকে এই ঘটনা জানায়।

Related Articles