কয়েকদিন আগেই হয়েছে ব্রেক-আপ! এর মধ্যেই কি বিয়ে সেরে ফেললেন ঈপ্সিতা?

প্রায় দুই বছর আগে ‘আলতা ফড়িং’ সিরিয়ালের অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সাথে আইনি বিয়ে সারেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি তাদের বিয়ের খবর জানিয়েছিলেন।
কিন্তু সম্প্রতি, ইপ্সিতা সোশ্যাল মিডিয়ায় আবার বিয়ের ছবি পোস্ট করেছেন, এবার অন্য একজন পুরুষের সাথে!
ছবিতে দেখা যাচ্ছে, ইপ্সিতা একজন পুরুষের গলায় মালা দিচ্ছেন। এই পুরুষটি কে?
তিনি হলেন দেবোত্তম মজুমদার, টেলিপাড়ার একজন পরিচিত মুখ। তিনি ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে টিটোর চরিত্রে অভিনয় করছেন। ইপ্সিতা এই ধারাবাহিকেই কোকোর চরিত্রে অভিনয় করছেন।
তাদের বিয়ের ছবি আসলে ধারাবাহিকের একটি দৃশ্য। ধারাবাহিকের গল্প অনুযায়ী, টিটো ও কোকোর বিয়ে হচ্ছে।
ইপ্সিতা ও অর্ণব ‘আলো ছায়া’ ধারাবাহিকে একসাথে কাজ করেছিলেন। সেখানেই তাদের বন্ধুত্ব শুরু হয়, যা পরে প্রেমে পরিণত হয়।
তাদের সম্পর্কে কিছু সমস্যা থাকলেও, শোনা যাচ্ছে তা মিটমাট হয়ে গেছে।
এবার ইপ্সিতার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দেখে অনেকেই মনে করছেন, হয়তো তাদের সম্পর্কে আবার সমস্যা দেখা দিয়েছে।
কিন্তু এটা সত্যি নয়। কারণ ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকেই অর্ণব টিটোর ভাই টিনটিনের চরিত্রে অভিনয় করছেন।
অন্যদিকে, দেবোত্তম বাস্তব জীবনে স্ত্রী-সন্তান নিয়ে সুখেই সংসার করছেন। সুতরাং, ইপ্সিতার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দেখে ভাবার কোন কারণ নেই।