বিনোদন
কবে মুক্তি পাচ্ছে জিৎ অভিনীত বুমেরাং? ঘোষণা করে দিলেন অভিনেতা!

চেঙ্গিজ’-এর সাফল্যের পর জিৎ নতুন ছবি ‘বুমেরাং’-এর মাধ্যমে দর্শকদের চমকে দিতে চান। গত বছর জুলাই মাসে শুটিং শুরু হওয়া এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। দীর্ঘদিন পর জিৎ এই ছবিতে অ্যাকশন অবতার থেকে বেরিয়ে আসছেন।
সরস্বতী পুজোতে জিৎ ঘোষণা করেছেন ‘বুমেরাং’ ১০ মে মুক্তি পাবে। খবর রয়েছে, এই ছবিতে দেবচন্দ্রিমাও অভিনয় করেছেন, তবে জিতের বিপরীতে নয়, সত্যম রায়চৌধুরীর বিপরীতে।
জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। পরিচালকের কথায়, এই ছবিতে জিৎকে অন্য রকম ভাবে দেখা যাবে। তবে জিতের অ্যাকশন ভক্তদের জন্যও এই ছবিতে হতাশার কিছু নেই।