বিনোদন
একসঙ্গে এলেন অরিজিৎ-অনুপম, নতুন গান তৈরি হচ্ছে কি?

বাঙালি শ্রোতাদের কাছে অরিজিৎ সিং এবং অনুপম রায় দুজনেই অত্যন্ত জনপ্রিয়। তাদের দুজনকে একসঙ্গে দেখা মানেই আবেগ-উচ্ছ্বাসে ফেটে পড়া। মঙ্গলবার রাতে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছিলেন অনুপম। গায়কের বাড়ি থেকে ছবিও পোস্ট করলেন তিনি।
গত পুজোয় বাউন্ডুলে ঘুড়ি গানটি উপহার দিয়েছিলেন অরিজিৎ-অনুপম। সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার ছবির এই গানটি আট থেকে আশির মন কেড়েছিল। তাই মঙ্গলবার দুই তারকাকে একসঙ্গে দেখে অনুরাগীদের অনুমান, আবারও সম্ভবত নতুন কোনও সুপারহিট গান আসতে চলেছে!
অরিজিৎ সিংয়ের বাড়ি থেকে গোটা টিমের সঙ্গে ছবিও পোস্ট করেছেন অনুপম রায়। ক্যাপশনে লিখেছেন, “মনের মানুষ।”