আগামী পুজোয় একসঙ্গে দেব-সৃজিত, বক্স অফিস মাত করতে আসছে টেক্কা!

টলিপাড়ার দুই তারকা দেব ও সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির নাম ‘টেক্কা’। ২০২৪ সালের পুজোয় মুক্তি পাবে এই ছবি।
ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এছাড়াও থাকবেন স্বস্তিকা মুখার্জি। ছবির সঙ্গীত পরিচালনা করবেন অনুপম রায়।
গত বছরের ডিসেম্বরে দেব ও সৃজিত একসঙ্গে একটি ছবি করার খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই এই ছবির প্রতি দর্শকদের আগ্রহ তুঙ্গে।
সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই একাধিক চমক। ‘টেক্কা’ ছবিতে তিনি দেব ও রুক্মিণী মৈত্রকে ছাড়াও স্বস্তিকা মুখার্জিকে নিয়ে আসছেন। স্বস্তিকা ও সৃজিতের জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তাই ‘টেক্কা’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।‘টেক্কা’ ছবির শুটিং শুরু হবে আগামী জানুয়ারি থেকে। ছবির প্রযোজনা করবে দেবের প্রযোজনা সংস্থা।
দেব ও সৃজিতের এই ছবি টলিপাড়ায় নতুন এক যুগের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। এই ছবি দিয়ে দেব ও সৃজিত দর্শকদের কাছে নতুন এক রূপে ধরা দেওয়ার চেষ্টা করবেন।