বিনোদন

অ্যানিম্যালের আব্রার, প্রেমিক না খলনায়ক? কী মনে হয় ববি দেওলের?

 

গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কপূর অভিনয় করলেও খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। ছবিতে নিজের কাজের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি।

ছবিতে ববি দেওল অভিনয় করেছেন আব্রার চরিত্রে। আব্রার একজন প্রতিহিংসাপরায়ণ মানুষ। তার দাদুকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। সেই থেকে তার মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলছে। তিনি তার দাদুর হত্যাকারীদের খুঁজে বের করে প্রতিশোধ নিতে চান।

ছবিতে আব্রারের একটি দৃশ্যে তিনি নিজের বিয়ের অনুষ্ঠানে সদ্যবিবাহিতা স্ত্রীকে ধর্ষণ করেন। এই দৃশ্যটি নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। অনেকেই ববি দেওলের সমালোচনা করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল বলেন, “অ্যানিম্যালের আব্রার চরিত্রকে খলনায়ক হিসাবে দেখানো হলেও আমি আমার চরিত্রকে খল বলে মনে করি না। আব্রার একজন প্রেমিক। তার পরিবারের প্রতি তার ভালোবাসা এতটাই বেশি যে সে প্রতিহিংসা নিতেও রাজি। সে খুন করতেও রাজি। প্রেমিক না হলে এমন ভাবে ভাবা যায় না।”

ববি দেওল আরও বলেন, “আমি কোনও ছবি বা সেই ছবির কোনও চরিত্রকে উচিত-অনুচিতের ভিত্তিতে বিচার করি না। কারণ আমাদের সমাজে এমন লোকজনও আছেন। আমি অভিনেতা হিসাবে স্রেফ সেই চরিত্রে অভিনয়টুকু করি।”

Related Articles