বিনোদন

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সন্দীপ্তা-সৌম্য! বিয়েতে আমন্ত্রিত ছিলেন কারা? কী ছিল মেনু?

 

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে ৭ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সকাল থেকেই বৃষ্টির কারণে অনুষ্ঠানস্থলে কিছুটা বিপত্তি ঘটলেও, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বিয়ের দিন সন্দীপ্তা ফুশিয়া রঙের বেনারসিতে সেজেছিলেন। পাশে ছিলেন তাঁর প্রিয় বান্ধবীরা। সৌম্য হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে সাজলেন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাস প্রমুখ বহু টলিউড তারকা।

বিয়ের মেনুতে ছিল বাঙালিয়ানা ছোঁয়া। কড়াইশুঁটির কচুড়ি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, কষা মাংস, চিংড়ির মালাইকারির মতো হরেক পদ ছিল বিয়ের ভোজে।

বিয়ে শেষে সন্দীপ্তা বলেন, “আমার বিয়েটা অনেকটাই সাদামাটা হয়েছে। আমি সবসময় সাবেকি সাজে বিয়ে করতে চেয়েছিলাম। সেই ইচ্ছা পূরণ হল। সৌম্যর সঙ্গে আমার জীবন নতুন অধ্যায় শুরু হল।” সৌম্য বলেন, “সন্দীপ্তা আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আজ থেকে আমরা স্বামী-স্ত্রী। আমি আশা করি, আমাদের জীবন সুখে-শান্তিতে কাটবে।”

Related Articles