lok sabha election 2024: ‘বিজয়ী ভব’— অর্জুনকে উত্তরীয় পরিয়ে আশীর্বাদ মুকুল রায়ের
lok sabha election 2024: 'Victory Bhava' - Mukul Roy's blessings in dressing Arjuna as Northern

The Truth of Bengal: বঙ্গ রাজনীতিতে এখন আর খুব একটা শোনা যায় না মুকুল রায়ের নাম। লোকসভা নির্বাচনের আবহে শুক্রবার দুপুরে রাজনীতির ময়দানে উঠে এল সেই মুকুল রায়ের নাম। এক সময়ের বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায়ের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মুকুলের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন। মুকুল এবং অর্জুনের এই সাক্ষাৎকার এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষাতের পর বেরিয়ে অর্জুন সিং জানান, ‘ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম। তিনি আমাকে উত্তরীয় পরিয়ে দিলেন।’
ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী হওয়ার পর পার্থ ভৌমিকও দেখা করতে এসেছিলেন মুকুলের সঙ্গে। শুক্রবার এলেন বিজেপির অর্জুন। কয়েকদিন আগে এই অর্জুন দেখা করতে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের সঙ্গে। এদিন মুকুলের সঙ্গে দেখা করে বাইরে এসে অর্জুন বলেন, ‘আজ কাঁচরাপাড়ার ঘটক রোডে বর্ষীয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওঁর আশীর্বাদ নিলাম। ওঁর সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক।‘ মুকুল কী বলেছেন তাঁকে? এই প্রশ্নে অর্জুন জানান, ‘’উনি ‘বিজয়ী ভব’ বলে আমাকে উত্তরীয় পরিয়ে দেন। আমি ওঁর সুস্থতা কামনা করলাম।’’
কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছিল। ছবিতে অসুস্থ মুকুলকে অত্যন্ত রুগ্ন দেখা গিয়েছিল। একসময়ের দাপুটে রাজনীতিককে এই ভাবে দেখে অবাক হয়েছিল রাজ্যবাসী। তারপর থেকে আর মুকুলের তেমন কোনও খবর পাওয়া যায়নি। শুক্রবার আবার দেখা গেল মকুলকে। তবে এদিন মুকুলকে আগের থেকে অনেকটাই সুস্থ দেখিয়েছে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে মুকুল এবং অর্জুনের সম্পর্ক সমীকরণ সবার জানা। মুকুল রায় যখন তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন তখন বিজেপিতেই ছিলেন অর্জুন। সেই সময় তিনি মুকুলকে তোপ দেগে বলেছিলেন, ‘মুকুল রায় বরাবর স্বার্থের পলিটিক্স করে এসেছেন। বিজেপি ক্ষমতায় এল না বলে চলে গেলেন। ওঁকে কেউ চিনুক না চিনুক আমি চিনি।’ সেই মুকুলের আশীর্বাদ নিতে তাঁর বাড়িতে হাজির হলেন অর্জুন সিং। অসুস্থতার কারণে এখন রাজনীতিতে সক্রিয় না হলেও বিজেপি বিধায়ক মুকুল রায় আছেন তৃণমূলে। তাঁর বাড়িতে বিজেপি প্রার্থীর আগমন ঘিরে চলছে জল্পনা।