Lok Sabha Election 2024 : রোদ থেকে বাঁচতে হুডখোলা গাড়িতে করে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর
Lok Sabha Election 2024 : The Trinamool candidate started campaigning in an open car to avoid the sun

The Truth Of Bengal : সুব্রত বিশ্বাস, ইসলামপুর, উত্তর দিনাজপুর : দেশের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জোরদার প্রচারে নেমেছে। ব্যতিক্রম হয়নি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রবিবার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা থেকে হুডখোলা গাড়িতে করে প্রচার শুরু করলেন।
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কান্ডারী তথা জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে সাথে নিয়ে রবিবার ভোট প্রচারে বেরোলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এছাড়াও প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুন, ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হুসেন সহ প্রচুর স্থানীয় নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাটিকুন্ডা, ফুলবাড়ি, জগতাগাঁও, দাড়িভিট, কালানাগিন, সোনামতি সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন নির্বাচনী প্রচারে বের হতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে। বহু মানুষ ফুলের মালা দিয়ে আহ্বান করেন।