মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : রেড অ্যালার্ট উপেক্ষা করেই “লাল” সমর্থনে জনসংযোগ

Lok Sabha Election 2024 : Public relations in support of "Red" ignoring Red Alerts

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম :  তীব্র দাবদহের মধ্যে ঝাড়গ্রাম লোকসভার বাম প্রার্থী সোনামনি টুডু ভোট প্রচার চন্দ্রীর আগুইবনী গ্রামে। ঝাড়গ্রাম থানা এলাকায় ভোট প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম সংগঠনের সিপিআইএম প্রার্থী সোনামনি টুডু। বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন দিকে ভোট প্রচার ঝড় তুলতে চাইছে আবার লালপতকা।

এদিন চন্দ্রী বাজার এলাকায় পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এলাকায় পায়ে হেঁটে রোড শো করেন। রাস্তার দুপাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে হাত নাড়লেন। হাত নেড়ে সকলের আশির্বাদ চাইলেন। সিপিআইএমের কর্মী সমর্থকরা নিজ নিজ দলের পতাকা হাতে নিয়ে এই রোড শো কর্মসূচিতে যোগ দিয়েছিল। এই কর্মসূচিতে সিপিএম প্রার্থী সোনামনী টুডু সঙ্গে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্বর।

Related Articles