ইচ্ছে শক্তি আর চেষ্টা, IAS এ সাফল্য বদলে দিল একজন ব্যাকবেঞ্চারের জীবন
Willpower and effort, success in IAS changed the life of a backbencher

The Truth Of Bengal : ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হল UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা। প্রতি বছর লক্ষ লক্ষ UPSC পরীক্ষার্থী আইএএস অফিসার হওয়ার লক্ষ্য নিয়ে পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজনই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হতে সফল হয় । পড়াশোনায় খুব একটা ভালো না হওয়ায় বরাবরই তাকে ব্যাক বেঞ্চারের তকমা দেওয়া হতো। কিন্তু সেই ব্যাক বেঞ্চারের তকমাকে ঘুচিয়ে হয়ে উঠলো আইএএস অফিসার। আর আজ রইলো সেই ব্যাক বেঞ্চার স্টুডেন্ট IAS কুমার অনুরাগের কথা।
পড়াশোনায় খুব একটা ভালো না থাকায় , বরাবরই জুটেছে তাচ্ছিল্য । তার কথায় তিনি বরাবরই সাধারণ ধরনের স্টুডেন্ট ছিলেন । স্কুল কলেজেও ছিলেন ব্যাকবেঞ্চেরের দলে । বিহারের কাটিহারেরে ছোট্ট একটি স্কুলে পড়াশুনো তার। মাধ্যমিকের পড়াকালীন স্কুল বদল হয় তার। ভর্তি হন ইংলিশ মিডিয়াম স্কুলে। স্কুল বদল করার ফলে খেই হারিয়ে ফেলেছিলেন তিনি। আর এই স্কুল বদল করার পর থেকে ব্যর্থ হতে শুরু করেন তিনি । ইংলিশে খুব একটা ভালো না হওয়ায় তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আর সেই সময় থেকে তিনি ইংলিশের উপরে আরো বেশি করে জোর দেন। আর তার ফলাফল ও হাতেনাতে মেলে। মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশেরও বেশি নম্বর পেয়ে পাস করেন তিনি । মাধ্যমিক পরীক্ষার পর ক্লাস টুয়েলভ পড়তে পাড়িয়ে দেন দিল্লিতে । সেইখানেও পড়াশোনা করার সময় তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় তাকে।
ক্লাস ১২ পাস করার পর ইকোনমিক্স নিয়ে ভর্তি হন কলেজে । আর সে ইকোনোমিক্স নিয়ে পড়তে গিয়েও ধাক্কা খেতে হয় তাকে। কলেজে আশানরূপ ফল তিনি করতে পারেননি । কিন্তু তিনি সেখানেও হাল ছাড়েননি। কলেজে পড়াশোনা করার পাশাপশি তিনি বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিতেন । প্রথমের দিকে চাকরি পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে না পারলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে ২০১৭ সালে ইউপিএসসি পরীক্ষায় সফল হন তিনি। ২০১৭ সালের ইউপিএসসি পরীক্ষায় তার র্যাঙ্ক দাড়ায় ৬৭৭। কিন্তু এই তার মনঃপুত না হওয়ায় তিনি আবারও পরীক্ষায় বসেন। আর সেইবার তার র্যাঙ্ক দাঁড়ায় ৪৮।
Free Access