UPSC তে সাফল্য , অদম্য জেদে বাস চালক বাবার স্বপ্ন পূরণ মেয়ের
Success in UPSC, indomitable determination bus driver father's dream fulfilled daughter

The Truth Of Bengal : আইএএস পরীক্ষার সফল আরো এক পরীক্ষার্থীর নাম প্রীতি হুডা । ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছাত্রী ছিলেন তিনি । পরিবারের অভাব থাকলেও , পড়াশোনা করতে অসম্ভব ভালোবাসতেন । কীভাবে সব বাধা পেরিয়ে এগিয়ে এলেন তিনি ? কেমন ছিল তাঁর সাফল্যের কাহিনি ? আজ থাকল প্রীতি হুডার আইএএস হওয়ায় গল্প।
হরিয়ানার চট্টগ্রাম বাহাদুরগড় এর বাসিন্দা প্রীতি হুডা । প্রীতির বাবা পেশায় বাসচালক হওয়ায় প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাকে । পড়াশোনার প্রতি বরাবরই ঝোঁকছিল তার । তবে দশম শ্রেণীর পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় কিছুটা ভেঙে পড়েন তিনি। সে সময়েই তিনি বুঝেছিলেন হাল ছাড়লে চলবে না। প্রাণপণে খেটে দ্বাদশ শ্রেণীতে আনেন ৮৭ শতাংশ নম্বর পান। দ্বাদশ শ্রেণীর পর প্রীতি উচ্চশিক্ষার জন্য দিল্লির এক কলেজে ভর্তি হন এবং হিন্দিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে পিএইচডিও করেছেন । জেএনইউ তে পিএইডি করার সময় তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন ।
তবে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় পাস করতে না পারলেও , হাল ছাড়েননি তিনি । বরং পরিক্ষার পরিশ্রম আরো বাড়িয়ে দিয়েছিল । এবং আবারো পরীক্ষায় বসেন । আর সাফল্য আসে দ্বিতীয় বারে। ২০১৭ সালের ইউপিএসসি পরীক্ষাতে প্রীতি সর্বভারতীয় র্যাঙ্ক হয় ২৮৮ । এবং ২০১৭সালে তিনি আইএএস হিসাবে নির্বাচিত হন । এবং তার এই হার না মানা কাহিনী আজ বহু দেশের নব প্রজন্মের কাছে অনুপ্রেরনা হয়ে দাড়ায় ।
Free Access