রাজ্যের কলেজে হবে অধ্যাপক নিয়োগে, ১৭ ডিসেম্বরে হবে সেট পরীক্ষা
Set exam will be on 17 December

The Truth of Bengal,Mou Basu: ডিসেম্বরে হবে রাজ্যের কলেজে হবে অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা। আগামী ১৭ ডিসেম্বর হবে সেট পরীক্ষা। সহকারী অধ্যাপক নিয়োগের জন্য এই পরীক্ষা নেয় কলেজ সার্ভিস কমিশন। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। কোনো অ্যাডমিট কার্ড ডাকযোগে পাঠানো হবে না।
কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। রাজ্যের ২৩ জেলার ১১০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ জেলাতেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত হবে প্রথম পত্রের পরীক্ষা।
বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত হবে দ্বিতীয় পত্রের পরীক্ষা। বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের অবজার্ভার হিসাবে নিয়োগ করবে কমিশন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ২ জন করে অবজার্ভার থাকবেন। জিপিএস প্রযুক্তির মাধ্যমে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর শিট ট্রাক করা হবে।