শিক্ষা

গবেষণার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কোন কোন পদে নিয়োগ জানুন বিস্তারিত……

Research opportunities Jadavpur University

The Truth of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক চাকরি। আগ্রহী চাকরিপ্রার্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র সমেত ইমেইল করতে হবে ৭ মে’র মধ্যে। একটাই শূন্যপদ।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের সিভিল /মেকানিক্যাল/ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক/এমই/এমটেক ডিগ্রি থাকতে হবে। গেট পরীক্ষায় পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্ত সেমিস্টারে থাকলেও পড়ুয়া আবেদন করতে পারবেন। এছাড়াও পরিবেশ বিজ্ঞান /মেটিরিয়াল সায়েন্স /পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। নেট পরীক্ষায় পাশ করা আবশ্যক। প্রকল্পের মেয়াদ ৩ বছরের।

প্রথম ২ বছর ফেলোশিপ বাবদ মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে আর তৃতীয় বছরে ফেলোশিপ বাবদ মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে। যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। সে সময় সব আসল নথিপত্র যাচাইয়ের জন্য আনতে হবে। ৫০ টাকা আবেদনমূল্য দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ইমেইল করতে হবে এই ইমেইল আইডিতে—[email protected] তে ৭ মে’র মধ্যে।

Related Articles