শিক্ষা
Trending

অভিনয় নয়, রজনীকান্তের সহ অভিনেতার ছেলে এখন আইএএস অফিসার

Not acting, the son of Rajinikanth's co-actor is now an IAS officer

The Truth Of bENGAL: কথায় বলে ডাক্তারের ছেলে ডাক্তার, উকিলের ছেলে উকিল আর বিশেষ করে চলচ্চিত্র জগতের তারকাদের সন্তানরা সাধারণত রঙিন জগতকেই কেরিয়ার হিসেবে বেছে নেন। কিন্ত বহু ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ ব্যতিক্রম হন। তারা চান অন্যের পরিচয় নয়, নিজের পরিচয়ে বাঁচতে। তেমনি এক ব্যতিক্রম ব্যক্তি হলেন শ্রুতাঞ্জয়া। এবারে মনে প্রশ্ন আসতেই পারে কে এই শ্রুতাঞ্জয়া? তিনি হলেন তামিল বিনোদন ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা কৃষ্ণমূর্তি নারায়ন ওরফে চিন্নি জয়ন্তের ছেলে শ্রুতাঞ্জয়া। চিন্নির ছেলে ছোট থেকে অভিনয়ের সাথে চালিয়ে যেতেন পড়াশোনা। সর্বদা দুই দিকে সমতা বজায় রেখে চলতেন তিনি।

শ্রুতাঞ্জয়া ছোট থেকেই নিয়মিত থিয়েটারে এবং বন্ধু-বান্ধবদের সাথে অভিনয় করতে ভালোবাসতেন। কিন্তু অভিনয় করতেন বলে পড়াশোনাকে অবহেলা করবেন এমন ব্যক্তি তিনি ছিলেন না। অভিনয়ের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি স্নাতক হওয়ার পর অশোক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

অবশেষে পড়াশোনা শেষ করে একটি চাকরিতে কর্মরত থাকাকালীন তিনি সিদ্ধান্ত নেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন। এরপর চাকরির পাশাপাশি অদম্য ইচ্ছাশক্তির দ্বারা পড়াশোনা চালিয়ে যান তিনি। প্রথমে দিনে ৪-৫ ঘন্টা রাতের শিফটে অফিস যেতেন। কিন্তু পরবর্তীকালে পড়াশোনার সময়সীমা আরো বাড়িয়ে দিনে ১০-১২ ঘন্টা করেন। অবশেষে ২০১৫ সালে দীর্ঘ প্রচেষ্টা এবং অদম্য ইচ্ছাশক্তির ফলে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বভারতীয় মেধাতালিকায় ৭৫ নং স্থানাধিকার করেন চিন্নি পুত্র। শ্রুতাঞ্জয়া এখন সফল আইএএস অফিসারের মধ্যে একজন। ছেলের এহেন সাফল্যে অত্যন্ত গর্বিত আটের দশকে রজনীকান্তের ছেলে সহ অভিনেতা কৃষ্ণমূর্তি নারায়ন ওরফে চিন্নি জয়ন্ত।

FREE ACCESS

Related Articles