শিক্ষা

উচ্চ মাধ্যমিকে বায়োলজি নিয়ে না পড়লেও পড়া যাবে ডাক্তারি, নয়া নির্দেশিকা মেডিক্যাল কমিশনের

Medical Commission

The Truth of Bengal,Mou Basu: এবার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বায়োলজি বা জীববিজ্ঞান কোর সাবজেক্ট হিসাবে নিয়ে না পড়লেও পড়া যাবে ডাক্তারি। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (আন্ডারগ্র্যাজুয়েট) বা নিট (২০২৪ সালের) পরীক্ষার নিয়ম বদলেছে।

মেডিক্যাল কমিশনের নয়া নিয়ম অনুসারে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নকে কোর সাবজেক্ট নিয়ে পাশ করার পরে অতিরিক্ত বিষয় হিসাবে বায়োলজি (জীবনবিজ্ঞান) / জৈবপ্রযুক্তি অধ্যয়নকারী প্রার্থীদের নিট পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। এই ধরনের প্রার্থীদের শংসাপত্রও দেওয়া হবে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) জুন মাসের বৈঠকে নতুন শিক্ষানীতি (এনইপি) বিবেচনা করার পরে সিলেবাস আপডেট করার সিদ্ধান্ত নেয়। আগে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজির পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন, বায়োলজি/ বায়োটেকনোলজি বিষয় ২ বছর নিয়মিত ভাবে পড়ার নিয়ম ছিল। উল্লিখিত ২বছরের কোর্স নিয়মিত স্কুল থেকে করতে হত। ওপেন স্কুল বা বেসরকারী প্রার্থী হিসাবে নয়।

Related Articles