সম্পাদকীয়

আম্বেদকরকে অপমান, প্রতিবাদ জারি তৃণমূলের

Trinamool protests against insult to Ambedkar

Truth Of Bengal: প্রথম থেকেই প্রতিবাদে গর্জে উঠেছিল তৃণমূল কংগ্রেস। দেশের সংবিধানের অন্যতম রূপকার ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছিলেন, তা তাঁকে অপমানের শামিল বলে দাবি করে প্রতিবাদ শুরু হয়। দিল্লিতে শুরু হওয়া সেই প্রতিবাদের বৃহত্তর আকারে দেখা গেল রাজ্যে। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সোমবার গোটা রাজ্যে পথে নামেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ব্লকে এবং শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ধিক্কার মিছিল আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনাতে বলেছিলেন, আম্বেদকর সম্পর্কে এই মন্তব্যে তিনি স্তম্ভিত। পরদিন শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন, ‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার।’ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন ডঃ বাবাসাহেব আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক। তাঁর সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্য, শুধু বাবাসাহেবকে অসম্মান নয়, এই ঘটনা আসলে সংবিধানের খসড়া প্রস্তুতকারী দলের প্রত্যেক সদস্যকে অসম্মান করার সমতুল। সংসদের অধিবেশন শেষ হয়েছে।

অমিত শাহের সেই মন্তব্যের প্রতিবাদ বজায় আছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ব্লকে এবং শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ধিক্কার মিছিল করা হয়েছে। গোটা রাজ্যে একযোগে পথে নেমে আম্বেদকর সম্পর্কে অপমানজনক মন্তব্যের প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। সংবিধানও সেই সংবিধানের প্রণেতা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, যাতে বিজেপির মানসিকতা প্রকাশ পাচ্ছে। সেই জন্য বিভিন্ন মহল থেকে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। বলা হচ্ছে, হয়তো একদিন বিজেপি দেশের সংবিধান বদলে দেবে। এই আশঙ্কা যে একেবারেই অমূলক নয়, তা দেখা যাচ্ছে বিজেপির ভূমিকায়। কারণ, ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহের মন্তব্যের পর বিজেপির তরফ থেকে কোনও প্রতিবাদ দূরে থাক কোনও দুঃখ প্রকাশ করা হয়নি। উল্টে সেই বক্তব্য যাতে মান্যতা পায় সেই চেষ্টা করা হচ্ছে।

Related Articles