সম্পাদকীয়

মানুষের কল্যাণ আগে বিবেচিত হওয়া দরকার

Human welfare needs to be considered first

Truth Of Bengal: যে কোনও সরকার মানুষের জন্য। মানুষের দেশের সামগ্রিক সব কিছু দেখার পাশাপাশি মানুষের উন্নয়নে বিশেষ নজর দেওয়া দরকার। এই খাতে দেশের সম্পদের বড় অংশ ব্যয় হওয়া উচিত। তবে কেন্দ্রের এক রিপোর্টে  হতাশাজনক চিত্র উঠে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের সরকারের খরচ সামান্যই। মানব উন্নয়নের ক্ষেত্রে খরচ দেশের জিডিপি-র ৪ শতাংশের আশেপাশে রয়েছে। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি’-র এক রিপোর্টে এই কথা উঠে এসেছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং যখন দেশের অর্থমন্ত্রী ছিলেন অর্থাৎ ১৯৯০-৯১ সালে মোট জিডিপি-র ৫.৮ শতাংশ অর্থ সামাজিক উন্নয়নে ব্যবহার করা হতো। মোদি সরকারের আমলে এই শতাংশের প্রায় হেরফের হয়নি। ২০১৯-২০ সালের রিপোর্টে দেখা যাচ্ছে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দেশের মোট জিডিপি-র ৬.৮ শতাংশ অর্থ খরচ করা হয়েছে। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ মাত্র এক শতাংশ। শুধুমাত্র সামাজিক উন্নয়নের বিষয়টাই নয় রিপোর্টে উঠে এসেছে স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত তথ্য।

১৯৯০-৯১-তে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোট জিডিপি-র ২.৯৭ শতাংশ খরচ করা হয়েছিল। কিন্তু ২০১৯-২০-তে মোদি সরকার শিক্ষাক্ষেত্রে খরচ করেছে মোট জিডিপি-র ২.৮৮ শতাংশ। কেন্দ্রীয় বাজেটের আগে জাতীয় পরিসংখ্যান দফতরের পূর্বাভাস, ২০২৪-২৫ অর্থবর্ষে বৃদ্ধির হার ৬.৪ শতাংশে আটকে যাবে। সাধারণ মানুষের সব থেকে বড় চাহিদার জায়গা আয়করের সীমা।‌ কিন্তু এর পাশাপাশি দেশের জিডিপি-র হার সহ বেশ কিছু বিষয় নিয়ে বিশেষজ্ঞদের চিন্তা।‌ কারণ সেগুলির ওপর দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়। তার অন্যতম দিক সামাজিক উন্নয়ন।

শুধুমাত্র সামাজিক উন্নয়নের বিষয়টাই নয় রিপোর্টে উঠে এসেছে স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত তথ্য। যেখানে খুব একটা আশাব্যঞ্জক চিত্র উঠে আসছে না। গত ৩০ বছর পরেও সামাজিক উন্নয়নে কেন্দ্রের খরচ বৃদ্ধি মাত্র ১ শতাংশ। এতেই প্রমাণ হচ্ছে মানব কল্যাণে বা মানুষের উন্নয়নে সরকার খুব একটা ইতিবাচক পদক্ষেপ করছে না। মানুষকে বাদ দিয়ে সরকার নয়, মানুষের জন্যই সরকার। তাই সবার আগে সামাজিক উন্নয়নের কথা ভাবা দরকার। যাতে উপকৃত হয় মানুষ।

Related Articles