কলকাতাদুর্গাপুজো ২০২৪

“মা, দুর্যোগ দূর করো”, টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনে প্রার্থনা মুখ্যমন্ত্রীর

"Mother, remove the calamity", prayed the chief minister at the inauguration of Tala Pratyaya puja

Truth Of Bengal: Saif Khan: দেবীপক্ষের আগমন মানেই পুজোর শুরু। চারদিকের আবহাওয়া জানান দিচ্ছে যে, বাঙালির প্রিয় উৎসব আরম্ভ হয়ে গেছে। রাস্তায় চলাচলকারী মানুষের মুখেও তার ছাপ স্পষ্ট। বুধবার, মহালয়ার দিনে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিলেন। পরের দিন বৃহস্পতিবারেও তিনি কলকাতার বহু পুজোমণ্ডপের উদ্বোধন করেন। বিকেলে তিনি প্রথমে উত্তর কলকাতার প্রসিদ্ধ টালা প্রত্যয়ের মণ্ডপে যান এবং সেখানে প্রার্থনা করেন, “মা, দুর্যোগ দূর করো।”

এ বছর টালা প্রত্যয়ের পুজোর থিম হল ‘বিহীন’। শিল্পী সুশান্ত পালের তত্ত্বাবধানে মণ্ডপটি সাজানো হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সকলকে পুজোর শুভেচ্ছা জানান এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন যে, উৎসবের মরসুমে যেন কোনো দুর্যোগ না হয়। বর্তমানে আবহাওয়ার অবস্থা খুব ভালো নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর ফলে এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবারেও আকাশ মেঘলা থাকতে পারে। এই সময়ে অনেকেই মণ্ডপ দর্শনে বের হন, তাই তাদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্যোগ যেন দূর হয়ে যায়, সবাই যেন আনন্দ করতে পারে।” উদ্যোক্তারা বলেন, “আপনি আছেন, বাংলায় কোনও দুর্যোগ আসবে না।” এতে তিনি হেসে বলেন, “কিন্তু আমার সঙ্গে বর্ষা সবসময় জড়িয়ে থাকে।” মুখ্যমন্ত্রী টালা প্রত্যয়ের পুজোয় এবারও বিপুল জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেন।

 

Related Articles