ব্যবসা
Trending

সপ্তাহের শুরুতে চাঙ্গা হয় বাজার, সেনসেক্স ঊর্ধ্বমুখী হওয়ায় খুশির হাওয়া

Markets rallied at the start of the week, with the Sensex moving higher on a happy note

The Truth Of Bengal: শেয়ার বাজারে বৃদ্ধির গতি অব্যাহত।সোমবার সপ্তাহের শুরুতেই সেনসেক্সও নিফটি  ঊর্ধ্বমুখী হওয়ায় বাজারের চনমনে দশা দেখা যায়। সকাল ৯টা ২০মিনিটে দেখা যায়,সেনসেক্স ০.৪৪ শতাংশ বৃদ্ধি পায়।যারজন্য সেনসেক্স ৮১,৬৮৮পয়েন্টে পৌঁছে যায়।একইসঙ্গে নিফটি ২৫হাজারের ঘরে থাকায় বাজারের চাঙ্গা দশা স্পষ্ট হয়।ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ০.৫২শতাংশ বাড়ে।যারজন্য নিফটি প্রায় ২৪৯৬৫.১০-এর স্তরে পৌঁছে যায়।   নিফটি মিডক্যাপ ১০০এবং নিফটি স্মলক্যাপ ১০০ -এর সূচক প্রায় ১.১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। সকালের ট্রেডে সেক্টরগুলির মধ্যে প্রতিটি সূচক ছিল উপরের দিকে। সোমবার সকালে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক ,  নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের মতো নানা সংস্থার  সূচক।বাজারের এই ঊর্ধ্বমুখী অবস্থা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, খুচরো বাজারে সাময়িক উন্নতি লক্ষ্য করা যাওয়ায় এবং বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ায় নামী সংস্থার শেয়ারের মূল্য বেড়েছে।

কোন কোন স্টক এরফলে লাভবান ?

বাজারের টপ গেনারদের  মধ্যে রয়েছে রাইটস, বন্ধন ব্যাঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, এফডিসি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক,  কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেসের মতো সংস্থা।এইসব সংস্থার শেয়ার মূল্য বাড়ায় তাঁদের লেনদেন বেশ লক্ষ্যনীয়ভাবে বৃদ্ধি পায়।

কোন কোন স্টক ক্ষতির মুখে ?

সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক, লক্ষ্মী অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজ, এমফাসিস, ল্যাটেন্ট ভিউ অ্যানালিটিক্স, টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র),  ইন্টারগ্লোব এভিয়েশন, সায়েন্ট, কেইআই ইন্ডাস্ট্রিজ,  টাটা কনজিউমার প্রোডাক্টসের মতো সংস্থা।তাই বাজারের এই ওঠাপড়া দেখে বিশেষজ্ঞরা মনে করছেন,ফাটকা কারবারের জন্য বাজার চাঙ্গা হলেও   অর্থনীতির  অস্থিরতা কিছুতেই কাটছে না।বাজেটের পরেও কোনওরকম আর্থিক সুস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না বলে অনেকের অভিমত।

Related Articles