Startup Fraud: স্টার্টআপ জগতে নতুন প্রতারক ‘সোহম পারেখ’, কে ইনি? কোন অপরাধে হারালেন চাকরি?
An Indian engineer, Soham Parekh, claimed to work at top startups like GitHub, Union.AI, and Synthesia using fake credentials.
Truth Of Bengal: একাধিক আন্তর্জাতিক স্টার্টআপে চাকরি পেয়েছেন বলে দাবি করে নিজের জীবনবৃত্তান্তে ভুয়ো (Startup Fraud) তথ্য দিয়ে উচ্চ পর্যায়ের পদে নিযুক্ত হয়েছিলেন এক ভারতীয় যুবক। তবে সবকিছু প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ওই যুবক — সোহম পারেখ।
🚨 PSA for Founders, Recruiters, and Early-Stage Teams
Soham Parekh operating out of India, who’s been working multiple startup jobs at once—without disclosing it.
Same guy. 13–14 companies. At the same time.
Lying on interviews. Ghosting teams. Scamming YC startups.
YC…
— Houman Asefi (@houmanasefi) July 3, 2025
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X হ্যান্ডেলে একটি ভাইরাল পোস্ট সামনে আসতেই শুরু হয় হইচই। প্রাউড AI-এর প্রতিষ্ঠাতা সুশেল দোশি একটি সতর্কবার্তা দিয়ে লেখেন- “পিএসএ। সোহম পারেখ নামে একজন ব্যক্তি (ভারতে) একই সঙ্গে ৩–৪টি স্টার্টআপে কাজ করেছে। সে ওয়াই কম্বিনেটর ও অন্যান্য সংস্থায় কিছু কিছু প্রতারণা করেছে। সাবধান!”
এই পোস্টটি রাতারাতি ভাইরাল হয়ে পড়ে। কোটি কোটি মানুষ এই বিষয়ে জানতে শুরু করেন। অনেকেই বিস্ময় প্রকাশ করেন—এত বড় পরিসরের প্রতারণা কীভাবে এতদিন অজানা থেকে গেল (Startup Fraud)!
সোহম পাথক নিজের জীবনবৃত্তান্তে উল্লেখ করেছিলেন যে তিনি কাজ করেছেন Synthesia, Alan AI, Union.AI, GitHub, এমনকি Dynamo AI-এর মতো প্রতিষ্ঠানে। এগুলোর মধ্যে কয়েকটি আবার Y Combinator-এর মত স্বনামধন্য সংস্থার সহায়তায় পরিচালিত। তিনি নিজেকে “মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার” হিসেবে তুলে ধরেন।
তবে তদন্তে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানেই তিনি কখনও চাকরি করেননি। কিছু জায়গায় সামান্য সময়ের জন্য ‘ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর’ হিসেবে যুক্ত থাকলেও, সেটা উল্লেখযোগ্য কোন পদ ছিল না।
একাধিক স্টার্টআপ ইতিমধ্যে নিশ্চিত করেছে যে তারা সোহমকে নিয়োগ দিয়েছিল তার জীবনবৃত্তান্ত দেখে, এবং পরবর্তীতে প্রথম সপ্তাহেই তার ভুয়া তথ্য আবিষ্কার করে বরখাস্ত করে দেয়। কিছু স্টার্টআপ জানিয়েছে, তারা এখন থেকে নিয়োগ প্রক্রিয়ায় আরও কঠোর যাচাই-বাছাই চালু করবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায় (Startup Fraud)।
জানা গেছে, সোহম পাথক শিক্ষাগতভাবে যথেষ্ট যোগ্য। তিনি মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রশ্ন উঠেছে—এই যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তিনি ভুয়া পরিচয়ের আশ্রয় নিয়েছিলেন?


