
Truth Of Bengal : ইংলিশ প্রিমিয়র লিগে এরিক টেন হ্যাদের ছাত্রদের দশা মোটেই ভাল নয়। ৩৬ দলের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ২১তম। ইউরোপা লিগেও তাদের হাল ফিরছে না। ইউরোপা লিগের ম্যাচে পোর্তোর বিপক্ষে ড্র করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৬ গোলের রোমাঞ্চে ৩-৩ ব্যবধানের যোগ করা সময়ে গোল করে ড্র এনে দেন ম্যান ইউ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার।
পর্তুগালের দ্রাগাও স্টেডিয়ামে শুরুতেই দুই গোলে লিড নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৭ মিনিটে মার্কাস রাশফোর্ড ও ২০ মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭ মিনিটে পেপে ও ৩৪ মিনিটে সামু ওমরদিওন গোল করলে সমতায় ফেরে পতুগিজ ক্লাব পোর্তো। ২-২ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় এগিয়েও যায় পর্তুগিজ ক্লাবটি। ৮১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে হারের দুশ্চিন্তা চেপে বসে ম্যান ইউকে।
তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্নার থেকে হেডে ইউনাইটেডকে সমতায় ফেরান বদলি নামা ম্যাগুয়ার। আর তাতেই হাঁফ ছেড়ে বাঁচেন ইউনাইটেড কোচ টেন হাগ।
ইউরোপা লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই ড্র করেছে ইউনাইটেড। ডাচ ক্লাব টুয়েন্টের বিপক্ষে ড্রয়ের পর পোর্তোর বিপক্ষেও ড্র করল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।