লাগাতার বৃষ্টির জের, জলজন্ত্রনায় গোঘাটের শ্যামবাজার এলাকা
Shyambazar area of Goghat is in water crisis due to continuous rain

Truth Of Bengal: আরামবাগ, সৌভিক গোস্বামী: দু’দিন টানা বৃষ্টির জের। তার জেরেই খালের জল উপচে জলমগ্ন গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকার একাধিক বাড়ি। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মাটির বাড়িও। জল থৈ থৈ অবস্থা রাজ্য সড়ক। আর সেই জল পেরিয়ে বিপদজনক ভাবে চলছে রাস্তা পারাপার।
যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে শনিবার সকাল থেকেই চলছে এলাকায় নজরদারি ও তদারকির কাজ। প্রধানের উদ্যোগে উঁচু স্কুলে করা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। শুক্রবার সকাল থেকেই গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের পান্ডুগ্রাম খেঁজুড়বাঁদি এলাকার এমন অবস্থায় বিপর্যস্ত ও সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।
ইতিমধ্যেই বৃষ্টির জেরে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। জল উঠেছে একাধিক মাটির বাড়ির উঠানে। জল পেরিয়ে যাতায়াত করছে গ্রামের সাধারণ মানুষ। অন্যদিকে খালের জল উপচে স্রোত বয়ছে কামারপুকুর – বদনগঞ্জ রাজ্য সড়কের উপর। বড়ো গাড়ি চলাচল করলেও বাইক সহ অন্যান্য ছোট গাড়ির পারাপার চলছে বিপদজনক ভাবে। এলাকায় সকাল থেকেই দেখা গেছে শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামীকে। তিনি জানান, তিনি জনপ্রতিনিধি হয়েছেন, জনগণের পাশে থাকার জন্য। তাই সকাল থেকেই সেখানে রয়েছেন। ত্রাণ শিবির করা হয়েছে। সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষকে সেখানে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।