রাজ্যের খবর

মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে হত্যার চেষ্টা! চললো গুলি, অস্ত্রের কোপ

Attempt to kill Trinamool worker in Murshidabad! Let's shoot, the anger of the weapon

Truth Of Bengal: তৃণমূল কর্মীকে হত্যা করার চেষ্টা! এমনই অভিযোগ করেছে মুর্শিদাবাদের কান্দিতে। অভিযোগে বলা হয়েছে, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে লাগাতার জ্বালানোর পরও যখন তার গায়ে লাগেনি তখন অস্ত্র দিয়ে কোপ বসানো হয় তার উপ। বর্তমানে ওই তৃণমূল কর্মী ভদ্র রয়েছেন হাসপাতালে।

বৃহস্পতিবার গভীর রাতে আক্রান্ত হন ওই তৃণমূল কর্মীর সাগর শেখ। স্থানীয়রা জানিয়েছেন, ঐদিন গভীর রাতে কুলিয়ে এলাকার এক হোটেল থেকে খাবার নিয়ে ফিরছিলেন আক্রান্ত ব্যক্তি। ফেরার সময় কয়েকজন মানুষ হামলা চালায় তার উপর। গুলি না লাগায় তার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তার বহু কষ্টের ঘটনা আজকাল থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালন সাগর।

তারপর স্থানীয়রা আক্রান্ত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে নিয়ে যায় কান্দি মহকুমা হাসপাতালে। তারপর হাজির হয় পুলিশ। কান্দি থানার যশোহরি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। তুমি কি কারনেই হামলা এত স্পষ্ট কারণ এখনো সামনে আসেনি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক সমস্যা ছেড়ে এই হামলা। তবে শুধুই কি পারিবারিক সমস্যা নাকি এর নেপথ্যে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আক্রান্ত সাগর দাবি করেছেন, এলাকার কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতা যারা তারা আত্মীয় তারাই এই ঘটনা ঘটিয়েছে। সাগর অভিযোগ করেন, সম্পত্তির আত্মসাৎ করার জন্য তাকে প্রাণে মারার পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, “প্রত্যেকের বিরুদ্ধে পুলিশের অভিযোগ জানানো হয়েছে।” মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের সূর্যপ্রতাপ যাদব জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। তিনি আক্রান্ত ব্যক্তির সাথেও কথা বলেছেন। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

Related Articles