প্রযুক্তি

বন্ধ হচ্ছে উইঙ্ক মিউজিক অ্যাপ, কর্মীদের ভবিষ্যৎ নিয়ে কি জানাল এয়ারটেল

Wink Music app is closing down, what Airtel said about the future of employees

Truth Of Bengal : সূত্রের মতে, ভারতী এয়ারটেল মিউজিক ভার্টিকাল থেকে প্রস্থান করবে এবং তার উইঙ্ক মিউজিক অ্যাপ বন্ধ করবে। কোম্পানি উইঙ্ক মিউজিকের সকল কর্মচারীদের তারা এয়ারটেল কোম্পানির আওতায় আনবে।

এয়ারটেল বিশিষ্ট এক সাংবাদ সংস্থাকে জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে তারা উইঙ্ক মিউজিক বন্ধ করার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, তারা সমস্ত কর্মচারীদের নিজের কোম্পানির আওতায় আনবে বলে জানিয়েছে। পরবর্তীকালে এই তথ্য নিয়ে সংবাদ মাধ্যম সংশয় প্রকাশ করলে সংবাদ সংস্থার পক্ষ থেকে এয়ারটেলের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তিনি ( মুখপাত্র) এই তথ্যটি সত্য বলে নিশ্চিত করেন।

মুখপাত্র জানান, “আমরা নিশ্চিত করতে পারি যে আমরা উইঙ্ক মিউজিক বন্ধ করে দেব এবং উইঙ্ক মিউজিকের সমস্ত কর্মচারীকে এয়ারটেল ইকোসিস্টেমের আওতায় আনব। এয়ারটেল ব্যবহারকারীরা অ্যাপল মিউজিকের অ্যাক্সেস অব্যাহত রাখবে। উপরন্তু, উইঙ্ক প্রিমিয়াম ব্যবহারকারীরা থাকবেন। অ্যাপলের জন্য Airtel থেকে রয়েছে এক বিশেষ অফার”।

আইফোন ব্যবহার করেন এমন গ্রাহকদের বিশেষ অফার সহ অ্যাপল মিউজিক অ্যাক্সেস দেওয়া হবে। এর জন্য এয়ারটেল কোম্পানি অ্যাপলের সাথে একটি চুক্তি করেছে।

Related Articles