রাজ্যের খবর

রবিবার গোঘাটের একাধিক লজে পুলিশি অভিযান, চলল তল্লাশি

Police raids on several lodges in Goghat on Sunday

Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : রবিবার হঠাৎ গোঘাটের একাধিক লজে পুলিশি চলে অভিযান। চলল তল্লাশি, দেখা হল রেজিস্ট্রেশন খাতা। দেওয়া হল নিয়ম মেনে চলতে ধমক।

দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল গোঘাটের বেশ কিছু লজে অপরাধ মূলক ও অসামাজিক কাজ করার। সেই অভিযোগ এবার খতিয়ে দেখতে সরজমিনে হানা পুলিশের। আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে শুরু হয় অভিযান। প্রথমে কামারপুকুর চটি এলাকায় ঐশ্বর্য লজে হানা দেয় পুলিশ। পুলিশের হানা দিতেই দেখা যায় খাতায় রেজিস্ট্রেশন ছাড়াই চলছে লজ ব্যবসা।

তখনই পুলিশ আধিকারিকদের ধমকের মুখে পড়ে লজ ব্যবসায়ী। সমস্ত নিয়ম মেনে লজ ব্যবসা করার জন্য ধমক দেন এস ডি পি ও। এদিন এছাড়াও আরোও একটি লজে হানা দেয় পুলিশ। সেখানেও খতিয়ে দেখেন সমস্ত কাগজ পত্র। এবিষয়ে আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী জানান, গোপন খবর পেয়ে হঠাৎ অভিযান চালানো হয়। সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। বেশ কিছু বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। তার জন্য বেশ কয়েকদিন সময় দেওয়া হয়েছে।

পাশাপাশি সমস্ত কিছু সংশ্লিষ্ট দফতরকে জানানো হবে। তবে এদিনের পুলিশের অভিযানকে সাধারণ মানুষ সাধুবাদ জানালেও অসামাজিক কার্যকলাপ চলে বলেও অভিযোগ করেছেন। তবে ঐশ্বর্য লজের মালিক অসামাজিক কাজের কথা অস্বীকার করেছেন। আজকে বেশ কিছু নিয়মে ত্রুটি ছিল বলেও স্বীকার করে নেন তিনি। এখন দেখার পুলিশের অভিযানের পর কতটা কার্যকর হয় এই সমস্ত লজ?

Related Articles