কলকাতা

আরজি করের নির্যাতিতাকে নিয়ে কটূক্তি চলন্ত বাসে, প্রতিবাদ মহিলা যাত্রীদের, দেখুন ভিডিয়ো

Harassment on RG Kar victimization in moving bus, women passengers protest

Truth Of Bengal: আরজি কর কাণ্ডে যখন গোটা দেশ একজোট হয়ে ন্যায় বিচার চাইছে ঠিক তখনই কলকাতার এক বাসে এক পুরুষযাত্রী ওই নির্যাতিতাকে নিয়ে রুচিকর মন্তব্য করলেন। বাসে উপস্থিত মহিলারা অবশ্য চুপ থাকেননি ওই পুরুষ যাত্রী কেন কুমন্তব্য করছেন তার প্রতিবাদ জানান বাসে উপস্থিত মহিলা যাত্রীরা।

তারা কার্যত রে রে করে তেড়ে যান অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দিকে । এ ঘটনার ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে প্রথমে ব্যাগ দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন অভিযুক্ত ওই ব্যক্তি যদিও মহিলারা তার ব্যাগ সরিয়ে দেন এবং কলার চেপে ধরার চেষ্টা করেন। তাকে বাস থেকে প্রথমে নামানোর চেষ্টা করলে তিনি যখন নামেননি তখন রাস্তায় থাকা ট্রাফিক পুলিশ তাকে নামিয়ে নিয়ে যায়।

সহযাত্রীদের অভিযোগ বাসে ওঠার পর থেকেই নির্যাতিতা মৃত চিকিৎসকের উদ্দেশ্যে কটূক্তি করছিলেন অভিযুক্ত ব্যক্তি। সে ঘটনাটি রেয়াত করেননি কোন মহিলা । চুপ করে থাকেন নি তারা। ওই মহিলাদের তরফ থেকেই একজন জানান অভিযুক্ত ঐ ব্যক্তি বারবার বলছিলেন নির্যাতিতা কেন সরকারি টাকায় ডাক্তারি পড়েছেন । সঙ্গে নানান রকম কু মন্তব্য। ভিডিওতে ধরা পড়েছে , মহিলারা এ ঘটনায় প্রতিবাদ করলেও বাসে উপস্থিত বেশ কয়েকজন পুরুষ সহযাত্রী অবশ্য চুপ করে বসে ছিলেন।

 

Related Articles