রাজ্যের খবর

প্রতিবাদ করলেও পরিষেবা প্রদান, চিকিৎসকের মানবিক ভূমিকা

It is the doctor's human role to provide services despite protests

The Truth of Bengal: আইএমএ দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে। অথচ দেখা যায় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিত্সক চেম্বারে বসে রোগী দেখছেন। এই অভিযোগ পেয়ে তত্পর হন সংগঠনের সদস্যরা। জরুরি রোগী ছাড়া অন্য রোগীদের না দেখার অনুরোধ করেন সংগঠনের প্রতিনিধিরা। তবে চিকিত্সকের ভূমিকায় খুশি হন রোগীরা।

আরজিকর কাণ্ডের জেরে  দেশ জুড়ে বিক্ষোভ দানা বেঁধেছে। ডাক্তারদের তরফ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। অথচ ইসলামপুর শহরে দিব্যি চেম্বারে বসে রোগী দেখেন শিলিগুড়ি মেডিক্যাল কলেজের এক চিকিৎসক। এমন অভিযোগ পেয়ে IMA এর সদস্য তথা ইসলামপুর মহকুমা হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক ওই চেম্বারে গিয়ে এমারজেন্সি রোগী বাদ দিয়ে অন্যান্য রোগী না দেখার জন্য অনুরোধ করা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ইসলামপুর শহর জুড়ে  শোরগোল পড়ে।মানবিক কারণে চিকিত্সক এই ভূমিকা নেন বলে জানান।

চেম্বারের  প্রায় ৫০ জনের বেশি রোগীকে দেখেন চিকিত্সক। নির্মল কুমার বেড়াকে দেখানোর জন্য রোগীরা চেম্বারে ভিতরে বসে ছিলেন অনেকে।চিকিত্সক মৃত্যুর তিনি প্রতিবাদ করছেন,কিন্তু চিকিত্সার মতো মহত্ উদ্দেশ্যকে বাঁচিয়ে রাখতে পরিষেবাও দিচ্ছেন বৃহত্তর স্বার্থে। সংগঠন যাই বলুক তিনি মানবিকতার তাগিদ থেকেই এই সেবার কাজে যুক্ত থাকবেন বলে জানিয়ে দেন। তাই প্রতিবাদ,প্রতীকি কর্মবিরতির মাঝে কিছু চিকিত্সক এভাবে পরিষেবা প্রদানে মানবিক কারণে এগিয়ে আসায় রোগীও রোগীর পরিজনরা বেশ স্বস্তিতে। তাঁরা সরকারি হাসপাতালে গিয়েও এই জরুরি চিকিত্সা পাচ্ছেন। এখনও যেসব চিকিত্সক কর্মবিরতিতে যুক্ত রয়েছেন তাঁদের কাছে রোগীর পরিজনরা আবেদন করছেন, সমাজের স্বার্থে চিকিত্সা ব্যবস্থা সচল রাখা হোক।

Related Articles