আন্তর্জাতিক

ওপার বাংলার ঢাকা মেডিকেল কলেজে নিষিদ্ধ ঘোষণা হল ছাত্র রাজনীতি

Student politics has been banned in Dhaka Medical College in bangladesh

The Truth Of Bengal: শনিবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা হল ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস-হলে। আগস্টের ১০ তারিখ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক সভায়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। একাধিক একাডেমিক কাউন্সিলের সদস্য এই বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন।

 

জানা গিয়েছে, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের ওই সভায় মূলত চারটি সিদ্ধান্ত গ্রহন হয়েছে, তা হল-

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৩. ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহিদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোন ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্ররাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার/প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Related Articles