ভোর রাতে স্ত্রীকে গলা কেটে খুনের চেষ্টা! আটক স্বামী।
Trying to kill his wife by cutting his throat in the morning! Arrested husband

The Truth Of Bengal: গলা ও পেট কেটে স্ত্রী কে খুন করার চেষ্টা স্বামীর! সকালবেলা হঠাৎই ঘর থেকে চিৎকারের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে দেখে স্ত্রীকে কোপাচ্ছে স্বামী। চিৎকার শুনে গ্রামের মানুষ চলে আসায় প্রাণে বেঁচে যান স্ত্রী। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ১ নম্বর ব্লকের এক নম্বর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর চৌকান কেনেল পাড় বসতি এলাকায়।
ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ! পুলিশ এসে আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রেফার করা হয় আরামবাগ মহাকুমা হাসপাতালে। আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত মহিলার নাম পারভীনা বিবি, স্বামীর নাম শহিদুল মল্লিক। তারা শ্রীনগর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী দুজনে রাত্রিবেলা শুয়েছিল তখনই তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। রাগের বশে স্ত্রীকে কুপিয়ে দেয় যুবক। ভোরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত মহিলার স্বামীকে আটক করে নিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকও নাকি তার নিজের গলা কেটেছে। ওই যুবককে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে পুলিশ। তবে যুবক কি জন্য এরকম কাজ করেছে তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি।