জোড়া পদক নিয়ে আইফেল টাওয়ারের কাছে গিয়ে ছবি তুললেন মনু
Manu went to the Eiffel Tower with the pair of medals and took a picture

The Truth Of Bengal: একই অলিম্পিক্সে পর পর দুটো পদক জয়লাভ করার নজির গড়েছেন মনু ভাকের । তার এই অনন্য নজিরের ফলে মনু ভাকের কে বিশেষ সম্মাননা দেওয়ার ভাবনা চিন্তা করছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই হারের যন্ত্রণার মাঝেও মনু দেখতে ভুললেন না আইফেল টাওয়ার । জোড়া পদক নিয়ে ছুটলেন আইফেল টাওয়ারের পাদদেশে । তুললেন ছবি । তা আবার পোস্ট করলেন সোশ্যাল সাইটে যা ভাইরাল ইতিমধ্যে। এবার অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে তার হাত ধরেই প্রথমে ব্রোঞ্জ আসে দেশে। তারপর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পান, তাঁর সঙ্গে ছিলেন সরবজোৎ সিং। পর পর দুটো পদক জয়লাভ করলেও , সামান্য একটুর জন্য পারলেন না হ্যাটট্রিক গড়তে । তফাৎ ছিল মাত্র ০.১ সেকেন্ড ।
View this post on Instagram
এদিকে মনু ঠিক করে নিয়েছেন পরবর্তী প্রতিযোগিতায় তিনি কীভাবে লড়বেন । তিনিই জানিয়েছেন, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই তিনি স্থির করে ফেলেন পরের প্রতিযোগিতায় তিনি কিভাবে লড়বেন। সেই সঙ্গে তিনি তাঁর এই লড়াইয়ে যারা পাশে ছিলেন মানে তাঁর পরিবার , তাঁর বন্ধু-বান্ধব, গোটা টিম সবাইকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কঠোর পরিশ্রমই যে সাফল্যের একমাত্র চাবিকাঠি তাও বারবার বলেছেন ২২ বছরের এই শুটার । প্যারিসে আর দিন কয়েক থাকবেন মনু । সেকারণে আইফেল টাওয়ারের ছবি তুলতে ভুললেন না ।