দেশ

ছাদ ধসে চাপা পড়ে মৃত চার শ্রমিক, জখম কয়েকজন

Four workers were killed and some were injured when the roof collapsed

The Truth Of Bengal: নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হল ৪ শ্রমিকের। আহত হয়েছেন আরও ৯ জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের নাথদ্বারায়। ওই এলাকার চিকলবাস মেঘওয়াল সম্প্রদায়ের তরফে একটি ধর্মশালা নির্মাণের কাজ চলছিল। কয়েকদিন আগে ছাদ ঢালাই হয়েছিল।

ছাদের নিচে লাগানো খুঁটি খুলে সরিয়ে নেওয়া হয়। ছাদের নীচে পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরো ছাদ। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ১৩ জন শ্রমিক। জায়গাটি ফাঁকা হওয়ায় প্রথমে কেউ ঘটনাটির কথা জানতে পারেনি। পর জানাজানি হতেই শুরু হয় উদ্ধারকাজ। প্রায় ৫ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর ভোরের দিকে উদ্ধার হয় ৪ শ্রমিকের দেহ। মৃতদেহগুলি উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলটি ফাঁকা জায়গায় হওয়ায় প্রথমে কেউ জানতে পারেনি।

চাপা পড়া শ্রমিকদের মধ্যে কেউ একজন কোনওরকমে ফোন করে বিষয়টি জানান। তারপর শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকাজে নামানো হয় এসডিআরএফ ও সিভিল ডিফেন্সের জওয়ানদের। বুলডোজার ও ড্রিল মেশিনের সাহায্যে ধ্বংসস্তূপ সরানো হয়। সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে চার শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিদের জখম অবস্থায় উদ্ধের করে হাসপাতালে পাঠানো হয়। কী করে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Related Articles