কলকাতা

ডায়মন্ড হারবার লোকালে আগুন-আতঙ্ক, বন্ধ ট্রেন চলাচল

Diamond Harbor local fire stops train movement

The Truth of Bengal: আগুনের ফুলিকে থেকে বিপত্তি। ডায়মন্ড হারবারগামী লোকালে ছড়িয়ে পড়ে আগুনের আতঙ্ক। শিয়ালদা দক্ষিণ শাখায় সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার লোকালটি। এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান রেলের টেকনিশিয়ানরা। প্রাথমিক ভাবে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। যার জেরে এই ঘটনা। ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা।

জানা গিয়েছে, শিয়ালদা থেকে ছেড়ে ডায়মন্ড হারবারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল লোকালটি। বেলা ১২টার কিছু পড়ে ট্রেনটি যঝন সুভাষগ্রামে পৌঁছয়, তখন যাত্রীরা ট্রেনের চাকার ওপরে আগুনের ফুলকি দেখতে পান। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা এই ঘটনা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক।

কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান রেল আধিকারিকরা। কেন এই বিপত্তি তা দেখার চেষ্টা চলছে। তবে ট্রেনটি এখনও দাঁড়িয়ে আছে সুভাষগ্রামে স্টেশনে। এই ঘটনায় শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বারুইপুর, কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুরের দিকে ট্রেন যেতে পারছে না। তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। রবিবার যাত্রীর সংখ্যা কম থাকলেও ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Related Articles