দেশ
Trending

FASTag Update: গাড়ির সামনে FASTag লাগানো না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স !

FASTag Update: If FASTag is not installed in front of the car, you will have to pay double toll tax!

The Truth Of Bengal: দেখা যায়, গাড়িতে ফাস্ট্যাগ না লাগানোর কারণে টোল প্লাজায় অযাচিত যানজটের সৃষ্টি হয়। আর এবার সেই সমস্যার সমাধান করতেই নতুন নিয়ম এনেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া। তাদের তরফে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সমস্যার দূরীকরণের জন্য। বলা হয়েছে, যেসমস্ত গাড়ির উইন্ডশিল্ডে ফাস্ট্যাগ লাগানো থাকবে না, তাদের ক্ষেত্রে দ্বিগুণ টোল ট্যাক্স চার্জ করা হবে। এমনকী ফ্রি প্লাজাতেও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে ফাস্ট্যাগ ্স্টিকার লাগানো আছে কিনা তা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে খতিয়ে দেখা হবে

এনএইচএআই তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে অনেক গাড়ির চালকই গাড়ির সামনে ফাস্ট্যাগ লাগান না। ফলত, টোল প্লাজায় ট্র্যাফিক সমস্যা দেখা দেয় এবং যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও, এনএইচএআই-এর তরফে বলা হয়েছে, প্রত্যেকটি টোল প্লাজার সামনে ডিজিটাল ডিসপ্লেতে এই সম্পর্কে বিষদে লেখা থাকবে। গাড়ির চালকদের সচেতন করতে উইন্ডশিল্ডে ফাস্ট্যাগ না লাগানো থাকলে জরিমানার বিষয়টিও উল্লেখ থাকবে ওই ডিসপ্লেতে। এছাড়াও, ক্রমাগত সিসিটিভি মনিটরিং থাকার দরুন যেসমস্ত গাড়ির ক্ষেত্রে ফাস্ট্যাগ লাগানো থাকবে না, তাদের ভেহিক্যাল রেজিস্ট্রেশন নম্বর নথিভুক্ত করা হবে সিসিটিভি মারফত।

প্রসঙ্গত, ন্যাশনাল হাইওয়ে ফি নিয়ম ২০০৮ অনুসারে, এনএইচএআই টোল ট্যাক্স নিয়ে থাকে। বর্তমানে এক্সপ্রেসওয়ে এবং জাতীয় সড়ক মিলিয়ে মোট ৪৫,০০০ কিলোমিটার সড়কপথের জন্য টোল ট্যাক্স বরাদ্দ করা রয়েছে।

Related Articles