রাজ্যের খবর

লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার, কোথা থেকে উদ্ধার হল জানেন?

Millions of rupees of brown sugar recovered, do you know where it was recovered?

The Truth Of Bengal:  মালদা:-  আবার বড়সড় সাফল্য মালদা গাজোল থানা পুলিশের। গতকাল রাতে এক যুবকের ব্যাগ তল্লাশি করে উদ্ধার হল ৩২১ গ্রাম ব্রাউন সুগার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজল সংলগ্ন এলাকায়।

জানা যায়, একটি বেসরকারি লজের সামনে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে বেআইনি কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে এমনটাই খবর আসে পুলিশের কাছে। এরপর সেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে গাজোল থানার পুলিশ অভিযান চালায়। চলছিল নজরদারি অবশেষে রাতেই ওই যুবককে ব্রাউন সুগার সহ ধৃতদের গ্রেফতার করে। এরপর ঘটনাস্থলে ব্রাউন সুগার ওজন করা হয়। পাশাপাশি এখানেই সমস্ত ব্রাউন সুগারের প্যাকেট গুলি সিজ করা হয়। ৬ টি প্যাকেটে ব্রাউন সুগার ছিল।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হয়। ব্রাউন সুগারের বাজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা। ধৃত ওই যুবকের নাম শাহজাহান শেখ, বয়স ৩২ বাড়ি কালিচক থানার জালুয়াবাথান এলাকায়। সূত্রের খবর, ওই যুবক ব্রাউন সুগারের প্যাকেট নিয়ে একটি পিঠ ব্যাগে করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ওই যুবককে শিলিগুড়ির বাসে ওঠার আগেই পুলিশ ধরে ফেলে। পুলিশ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই যুবকের সাথে আর কেউ জড়িত আছে কিনা এই নিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Related Articles