রাজ্যের খবর

অবাক কাণ্ড! গ্যাস সিলিন্ডার খুললেই বেরোচ্ছে জল! হতবাক এলাকাবাসী

Water in gas cylinders, shocked residents

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : নদিয়ার কৃষ্ণগঞ্জে অবাক করা কাণ্ড! গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনী দেহ এলাকায়। স্থানীয় ইন্ডিয়ান গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন । আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ভীমপুরের তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে আসলে দেখা যায় গ্যাস জ্বলছে না। তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছল ছল করছে।

এরপর মুখে পেরেক দিতেই বেরিয়ে আসে জল। স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক। তরুণ বাবু সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গ্যাসের পক্ষ থেকে যিনি গ্যাস পৌঁছে দিয়েছিলেন বাড়িতে তাকে ফোন করেন। তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার দেন। ইন্ডিয়ান অয়েল এর গ্যাসের কর্মীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন সিল করা সিলিন্ডার কিভাবে জল আমরা বলতে পারব না। ব্যাপারটি আমি গিয়ে অফিসকে জানাবো। এমনিতেই গ্যাসের দাম আগুন তার ওপরে সিলিন্ডারে জল থাকায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে।

Related Articles