ভ্রমণ

ঘন সবুজ পাহাড়ের বুক চিরে নেমে আসছে দুধসাদা জলধারা, ঘুরে আসুন অপূর্ব রূপ ধুঁয়াধর জলপ্রপাত

Waterfalls In Monsoon

The Truth of Bengal: বাইরে গিয়ে নায়াগ্রা জলপ্রপাত দেখার কোন মানে নেই। দেশের মধ্যেই রয়েছে একাধিক জলপ্রপাত। যাদের রুপের মাধুর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য, পাহাড়ের বুক চিরে দুধ সাদা জলপ্রপাত নেমে আসছে নিচের দিকে। পাথরের গায়ের ধাক্কা লেগে তৈরি হচ্ছে বাষ্প। বাষ্পতে ভরে যায় গোটা এলাকা। যে কারণে পর্যটকরা ভিড় করে থাকেন এখানে। এই বর্ষায় দেশের অধিকাংশ জলপ্রপাত হয়ে উঠেছে আরও সুন্দর। অনেকেই চান দুধসাদা জলপ্রপাতের সামনে গিয়ে নায়িকার মতন ছবি তুলতে, ভ্রমণপিপাসুদের সেই স্বপ্ন এবার পূরণ হবে। কোথায় গেলে হবে জানেন? যেতে হবে মধ্যপ্রদেশের জব্বলপুরে। এখানে রয়েছে একটি বিশাল বড় জলপ্রপাত যার নাম ধুঁয়াধর জলপ্রপাত। জব্বলপুর শহর থেকে এই জলপ্রপাতের দূরত্ব ৩২ কিলোমিটার।

এই জলপ্রপাতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ছোট বড় নানা আকারের পাথরের গায়ে ধাক্কা খেয়ে বাষ্পের মত ধোঁয়া ওঠে। যে ধোঁয়ায় ঢাকা থাকে পুরো জলপ্রপাতের চত্বর। তাই এই জলপ্রপাতের নাম দেওয়া হয়েছে ধুঁয়াধর জলপ্রপাত। ধুঁয়া শব্দের অর্থ বাষ্প, আর ধর শব্দের অর্থ প্রবাহ। এই জলপ্রপাতের জন্ম হয়েছে নর্মদা নদী থেকে। প্রায় ৩০ মিটার উঁচু থেকে এই জলপ্রপাতের জল প্রবল শব্দে এবং বেগে বয়ে চলে নিচের দিকে। এই জলপ্রপাতের জল নীচে যখন পড়ে তখন মার্বেল রক নামে একটি গিরিখাতের সৃষ্টি করে।

জলপ্রপাতের আশেপাশে তাকালে দেখবেন যে সমস্ত ভ্রমনপিপাসুরা জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে আসলে রোপওয়েতে এই জলপ্রপাতের সৌন্দর্য উপর থেকে দেখার অভিজ্ঞতাও উপভোগ করতে পারবেন। এখানে অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে গন্ডোলা রাইড। এখানে পর্যটকরা আসলে কেবল যে জলপ্রপাত দেখতে পাবেন তা নয়, রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান যেমন বারগি ড্যাম, রানি দুর্গাবতী মিউজিয়াম, কানহা জাতীয় উদ্যান । এই ভরা বর্ষা একদম দারুন সময় এই জলপ্রপাতের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য। ভাবছেন কিভাবে যাবেন ? ট্রেন এবং বিমান দুইয়ের মাধ্যমেই যেতে পারেন এই জলপ্রপাত দর্শনে। দেরি না করে সামনে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে ঘুরে আসুন এই সাদা ধবধবে জলপ্রপাত থেকে।

Related Articles