প্রকৃতির মনোরম পরিবেশের মাঝে হারিয়ে যেতে চলে আসুন খান্দারানি ঝিল
Come to Khandarani Jheel to get lost in the beautiful environment of nature

The Truth of Bengal: কলকাতার কাছে অল্প খরচে ঘোরা মানেই মাথায় সবার প্রথম নাম আসে ঝারগ্রামের। যে দিকেই তাকান যায় সেদিকেই দেখা যায় শাল, শিমূলের জঙ্গল। সবুজে ঘেরা এই একফালি ছোট্ট জঙ্গল পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এখন জায়গা করে নিয়েছে। পাতা ঝরা বসন্ত হোক কিংবা বাইরে রিমঝিম করে বৃষ্টি পড়ার মরশুম, যে কোন সময়ে ঝাড়গ্রামে ঘুরতে যেতে পারেন পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে। এই জঙ্গলমহলে রয়েছে উঁচু নিচু নানা আকারের পাহাড়, গাড়ি নিয়ে একটু ঘুরতে ঘুরতে আবার কোথাও দেখতে পাওয়া যাবে ছোট্ট টিলা, রয়েছে বাঁধ, ঝর্নার মত প্রাকৃতিক সৌন্দর্য, আবার কোথাও অন্ধকার গুহা, যদিও সাবধান, একা থাকলে কখনই গুহার ভিতরে যাওয়ার সাহস দেখাবেন না। রয়েছে পাখিরালয়ও, যেখানে অজানা অচেনা পাখিদের আনাগোনা লেগেই থাকে।
আবার সন্ধ্যে নামলেই আধিবাসি সম্প্রদায়ের মাদলের সঙ্গে নিজেও মেতে ওঠা, এই কিছুই উপভোগ করতে পারবেন একমাত্র ঝাড়গ্রামে আসলে। আজ আপনাদের নিয়ে যাব পাহাড় ও শাল পিয়ালে পরম যত্নে ঘিরে রাখা এক বিশাল বড় ঝিলে। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে অবস্থিত এই ঝিলের নাম খান্দারানি। শাল, পিয়াল, মহুয়া ছাড়াও আমলকী, হরিতকীর জঙ্গলে ঘেরা এই ছোট্টো ড্যাম। বর্ষায় এই জলাধারের আশেপাশের পরিবেশ সবুজে ভরে ওঠে। এই সবুজ বনের মাঝে মাঝে জঙ্গলে ঘেরা উঁচু পাহাড়।
এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য পর্যটকরা ছুটে আসেন এখানে। খান্দারানি লেকের মধ্যে মাঝে মধ্যে শালুক ফুটতেও দেখা যায়। আপনি যদি জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এই লেকের ধারে ট্রেক করার সুযোগও পেয়ে যাবেন। একবারে শান্ত নিরিবিলি এই লেক থেকে সূর্যাস্ত দেখতে আপনার অসাধারণ লাগবে। আর এই সূর্যাস্ত যদি নিজের প্রেমিক বা প্রেমিকার হাত ধরে দেখছেন তাহলে তো কোন আর কথায় নেই। সামনে প্রকৃতির চোখ জুড়ানো দৃশ্য আর পাশে পছন্দের মানুষ। হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যান ঝাড়গ্রাম স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই খান্দারানি লেকে। দেরি না করে এই বর্ষার মরশুমেই ঘুরে আসুন এই লেক থেকে।