রাজ্যের খবর

কবিশেখর কালিদাস রায়ের জন্ম দিবস পালন কাটোয়ায়

Kabishekhar Kalidas Roy's birthday celebration in Katwa

The Truth Of Bengal : কাটোয়া :  প্রতি বছরের মত এবারও কাটোয়ার ক্ষিতী ভবনে লেখক, কবি, কবিশেখর কালিদাস রায়ের ১৩৬ তম জন্ম দিবস মহা সমারোহের সাথে প্রতি বছরের মত পালন করা হল। কালিদাস রায় ১৮৮৯ সালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নং ব্লকের করুই গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি বহু গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, অনুবাদ গ্রন্হ, বাংলা ব্যাকরন, সংগীত রচনা করেন।

কবি শেখর জন্মোৎসব কমিটি ও কবিশেখর পত্রিকার সম্পাদক গুরুপ্রসাদ যশ জানান, “এই দিন কালিদাসের স্মরনোৎসবের সূচনা করে বক্তব্য রাখেন চিত্রকর ও কবি শ্যামল জানা। আলোচনা, কবিশেখর নবম বর্ষ সংখ্যা প্রকাশ করেন ডাক্তার ও কবি গোবিন্দরাম মান্না। প্রতি বছরের মতই এবার কবিতা, সাহিত্যে নিরলস সাধনার জন্য তিন জন কৃতি কবি, লেখককে কবিশেখর সন্মানে ভূষিত করা হয় তারা হলেন কাকদ্বীপের সৌমিত বসু,বর্ধমানের অরবিন্দ সরকার, কলকাতার গৌতম হাজরা।”

এরপর যে কবিরা কবিতা পাঠ করেন তারা হলেন দীপঙ্কর চক্রবর্ত্তী, পল্লব চট্টোপাধ্যায়,অশোক দত্ত, অলোক দত্ত, তপন দাস, ভগবাহাদুর সিং, পিনাকী চরন দে, রামকৃষ্ন ঘোষ, বিকাশ দাস, সুদীপ্ত পাল, নিমাই দেবনাথ, অর্জুন দেবনাথ, প্রবীর দেবনাথ, রমা দেবনাথ, টুলটুল গাঙ্গুলী, মলয় হালদার, তপন বৈরাগ্য, তাপস বন্দোপাধ্যায় সহ আরো অনেকে। ৭০ জন রাজ্যের বিভিন্ন জেলার কবিরা এই সভায় তাদের লেখা কবিতা পাঠ করেন। খুব সুন্দর ভাবে সমগ্র অনুষ্টানটি সন্চালনা করেন কবি প্রনবেশ সরকার।

Related Articles