রাফায় ইজরায়েলের ‘অগ্নিবর্ষণ’, তীব্র ওষুধ সংকটে গাজা
Israel's 'fire' in Rafah, Gaza in acute medicine shortage

The Truth Of Bengal: রাফায় ভয়ঙ্কর ইজরায়েলি হামলা। গত ৭ অক্টোবর ইজরায়েলকে লক্ষ করে বেনজির হামলা চালায় প্যালেস্টাইনি জঙ্গি সংগঠন হামাস। বিগত আট মাস ধরে হামাস নিধনের চেষ্টায় ইজরায়েল। বহু হামাস নেতাকে নিকেশ করেছে ইজরায়েল ফৌজ। এবার প্যালেস্তিনীয়দের শেষ আশ্রয় রাফাতেও প্রবেশ ঘটেছে তাদের। হামাসকে নিধন করতে গোটা গাঁজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল।
এবার ঘরহারাদের ক্যাম্পে ইজরায়েলের অগ্নিবর্ষণ। শরনার্থী শিবিরগুলোতে লাগাতার ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা চলে। অভিযোগের তীর সেই ইজরায়েলি প্রতিরক্ষাবাহিনীর বিরুদ্ধেই রয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শুক্রবার মাওয়াসি এলাকায় একের পর এক ইজরায়েলি বোমা আছড়ে পড়ে। এই আক্রমনেই প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। আহত অন্ততপক্ষে ৫০ জন।
অন্যদিকে ইজরায়েলের এই অভিযানের জেরে গাজায় দেখা দিয়েছে চরম ওষুধ সংকট। যার জেরে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছে। গাজায় দফায় দফায় জারি মৃত্যুমিছিল। হাসপাতালে উপচে পড়ছে মৃতদেহ। সেইসঙ্গে বেড়েই চলেছে আহতের সংখ্যা। যারজেরে গোটা পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে স্বাস্থকেন্দ্রগুলোকে।