ধুলো বা জলে পড়লেও নষ্ট হবে না! ভারতে লঞ্চ হল IP69 রেটিং সাপোর্ট করা এই প্রথম মোবাইলটি
Dust or water will not effect this mobile! first mobile with support of IP69 rating Launched in India

Bangla Jago Desk: মৌ বসুঃ ধুলো, ঘাম বা জলে পড়লেও নষ্ট হবে না। কারণ এই ফোনে রয়েছে IP69 রেটিং সাপোর্ট। সম্প্রতি Oppo ভারতীয় মার্কেটে F27 Pro+ 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করেছে। এটি ভারতের প্রথম এমন ফোন যা IP69 রেটিং সাপোর্ট করে । অর্থাৎ ফোনটি ধুলো বা জলে ডুবে গেলেও খারাপ হবে না। এছাড়াও এই ফোনে AMOLED ডিসপ্লে, 8GB র্যাম, MediaTek Dimensity 7050 চিপসেট, 5000mAh ব্যাটারি রয়েছে। 8GB RAM + 128GB ফোনের দাম পড়বে 27,999 টাকা। 8GB RAM 256 GB মডেলের দাম পড়বে 29,999 টাকা। লঞ্চ অফারের অধীনে HDFC, ICICI এবং SBI ব্যাঙ্কগুলিতে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 9 মাসের No Cost EMI সুবিধা দেওয়া হচ্ছে। এরমধ্যে Flipkart এবং সংস্থার ওয়েবসাইটে মোবাইলটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
Oppo F27 Pro+ 5G স্মার্টফোনটি Midnight Navy এবং Dusk Pink রঙে মিলবে।
OPPO F27 Pro Plus 5G স্মার্টফোনে ইউজারদের একটি বড় 6.7-ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। স্ক্রিনে রয়েছে 93% স্ক্রিন টু বডি রেশিও, 2412 x 1080 পিক্সেল রেজলিউশন, 394PPI পিক্সেল ডেপথ এবং 120Hz রিফ্রেশরেট। নয়া মডেলের স্মার্টফোনে MediaTek Dimension 7050 চিপসেট ইনস্টল রয়েছে। গেমিং এর জন্য এই চিপসেটটি ভীষণ সুবিধাজনক। স্মার্টফোনে একটি 64-মেগাপিক্সেল OV64B প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
OPPO F27 Pro+ 5G ফোনটি দুটি স্টোরেজে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে রয়েছে 8GB RAM + 128 GB স্টোরেজ এবং 8GB RAM + 256 GB স্টোরেজ। এর সঙ্গে 8GB এক্সটেন্ডেড র্যামের সুবিধাও রয়েছে। OPPO F27 Pro Plus ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।
এছাড়াও নয়া মডেলের স্মার্টফোনে ডুয়াল সিম 5G, 4G, Wi-Fi, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সুবিধা রয়েছে। OPPO F27 Pro Plus ফোনটি Android 14 সহ ColorOs 14 এর উপর বেস করে তৈরি।