বিনোদন

রহস্যের মায়াজালে সোলাঙ্কি, ‘বোকাবাক্সতে বন্দি’ হয়ে বিপদে ‘অপলা’

Solanki in the magic of mystery, 'Apala' is in danger by being 'imprisoned in a stupid box'

The Truth of Bengal: আচ্ছা, কোনও ধারাবাহিকের অভিনেত্রীর যদি হঠাৎ গুলিয়ে যায় বাস্তব আর ধারাবাহিকের সেট? হঠাৎ, বাস্তবের নায়িকাকে কেউ যদি ডাকতে থাকে তাঁর ধারাবাহিকে অভিনীত চরিত্রের নামে? বদলে যায় তাঁর নিজের জীবন, নিজের পরিবার সবকিছু? আপনার কি পড়তে পড়তেই গুলিয়ে যাচ্ছে সবটা? তাহলে ভাবুন কি  বিপদে পড়েছে অপলা? কে এই অপলা? ঝলকে দেখুন তো কিছু বুঝতে পারছেন কি না?

ট্রেলারে গল্পের আন্দাজ পাওয়া গেলেও সবকিছুই ভীষণ গোলমেলে। এখানে প্রথমে এমন এক অভিনেত্রীকে দেখানো হয়েছে, যিনি ধারাবাহিকে অভিনয় করেন। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সন্ধ্যামণি। ধারাবাহিকের গল্পে সন্ধ্যামণির নিজের পরিবার রয়েছে। কিন্তু হঠাৎ, অভিনয়ের এক্কেবারে শেষদিনে এসে যদি ভুলে যেতে হয় গোটা জীবনটাকেই? হঠাৎ যদি তাঁকে বলা হয়, তাঁর আসল নাম অপলা নয়, সন্ধ্যামণিই। এই ধারাবাহিকের সেটই তার বাড়ি আর অভিনেতা অভিনেত্রীরাই পরিবার? কল্পনা আর বাস্তবের মধ্যে গুলিয়ে যায় জীবন। কার? অপলা নাকি সন্ধ্যামণির? দেবালয়ের ওয়েব সিরিজে রহস্যের মোড়ক খুলবে পরতে পরতে।

‘হইচই’ তে আসছে নতুন ওয়েব সিরিজ ‘বোকাবাক্সতে বন্দি’। দেবালয় ভট্টাচার্য্যের পরিচালিত নতুন এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে সোলাঙ্কি রায়কে। তাঁর বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্য্যকে। এটিই নীলের প্রথম ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ২১ জুন।

Related Articles