বদলাচ্ছে স্কুলের পঠন-পাঠনের সময়সীমা, কখন থেকে খুলবে স্কুল?
The school's reading time is changing, when will the school open?

The Truth Of Bengal : তীব্র দাবদাহ চলছে বঙ্গে। এর মধ্যে শেষ হয়েছে স্কুলের গরমের ছুটি। এই তীব্র দাবদাহের মধ্যে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। আর এই গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা ছাত্র-ছাত্রীদের। অভিভাবকরাও চাইছেন না এই তীব্র গরমে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে। অধিকাংশ স্কুলে তাই ক্লাসে পড়ুয়ার সংখ্যা কমছে। এই পরিস্থিতিতে এবার গরমের হাত থেকে পড়ুয়াদের স্বস্তি দিতে এগিয়ে এল রাজ্যের শিক্ষা দফতর। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলের পঠন-পাঠনের সময় বদল হচ্ছে। তবে নির্দিষ্টভাবে কোন সময়সীমা বেঁধে দিচ্ছে না শিক্ষা দফতর। আঞ্চলিক আবহাওয়া অনুযায়ী স্কুলগুলি নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। তারাই ঠিক করবে কোন সময় স্কুলের পঠন-পাঠন চলবে। রাজ্য সরকারের শিক্ষা দফতরের এই নির্দেশিকায় খুশি পড়ুয়া ও তাদের অভিভাবকরা। অভিভাবকরা চাইছেন এমন সময় স্কুলের পঠন-পাঠন হোক যখন গরমের এই তীব্র দাবদাহ থাকবে না। স্বস্তিতে ক্লাস করতে পারবেন ছাত্রছাত্রীরা।
এক নজরে দেখে নেয়া যাক শিক্ষা দফতরের এই নির্দেশিকা কী বলা হয়েছে :
তাপপ্রবাহের প্রকোপে স্কুলের সময় বদলের নির্দেশিকা রাজ্যের pic.twitter.com/sfFDibIxYc
— TOB DIGITAL (@DigitalTob) June 12, 2024
- তীব্র দাবদাহের জন্য স্কুলের পঠন-পাঠনের সময়সূচি পরিবর্তনের নির্দেশিকা।
- আঞ্চলিক আবহাওয়া অনুযায়ী পঠন-পাঠনের সময়সীমা নির্ধারণ করতে হবে।
- অতিরিক্ত গরমের জন্য স্কুল গুলি চাইলে তারা নিজেদের মত সময় বদল করে নিতে পারবে
সময় বদলের পরামর্শ দিল শিক্ষা দফতর।