মর্মান্তিক! মায়ের সঙ্গে বাজারে বেরিয়ে খুন ৩ বছরের শিশু, গ্রেফতার ১
Shocking! 3-year-old child killed in market with mother, 1 arrested

The Truth Of Bengal : মায়ের সঙ্গে বাজারে কেনাকাটা করতে যাওয়াই হল কাল। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, সোমবার বিকেল তিনটে নাগাদ ওহিও সুপার মার্কেটে গেছিলে ৩৮ বছরের এক মহিলা এবং তিন বছরের এক শিশু। ওই মহিলাটি বাড়ির জন্য বাজার করতে সুপার মার্কেটে গিয়েছিল। এরপর বাজার করার পর সেখান থেকে বেরিয়ে গাড়িতে মালপত্র তুলেছিলেন মারগট উড নামে ও তার ৩৮ বছরের ওই মহিলা। কোলে ছিল তিন বছরের এক শিশু। শিশুটির নাম জুলিয়ান উড। এরপর হঠাৎ তাদের ওপর এক মহিলা চড়াও হয়। এরপর তাদের ওপরে অনবরত ছুরি চালাতে থাকেন। ছুরির আঘাতে মৃত্যু হয় জুলিয়ানের। এদিকে মারগট গুরুতরভাবে আহত হন। অনেকের অনুমান হয়তো কোন কারণ ছাড়াই খুন করা হয়েছে। এরপর ওই কান্ড দেখে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা।
ইতিমধ্যে সমস্ত ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে নেমে বিয়নসা ইলিস নামে এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কারণ সিসিটিভি ফুটে যে দেখা গিয়েছে ঘটনাটি যখন ঘটে তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিয়নসা। শুধু তাই নয় তার হাতে ছিল রক্তমাখা একটি ছুরি। এছাড়াও তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বেশ কিছুদিন আগে ওয়ালমার্টে হিংসা ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েকদিন আগেই ছাড়া পান তিনি। আর ছাড়া পেয়েই ফের এক অঘটন ঘটিয়ে বসেন ওই মহিলা। তবে বারবার কেন এমন ঘটনার পুনরাবৃত্তি করছেন তিনি? তিনি কি কোন মানসিক রোগে আক্রান্ত হয়ে এমনটা করছেন? সমস্ত ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ।