মসনদের লড়াইরাজনীতি

আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রীর হার, গড় ফিরে পেলো হাত শিবির

Union Minister Smriti Irani has been defeated by a big margin

The Truth of Bengal : বিপুল ভোটে জয়লাভ করবেন এমনটাই প্রত্যাশা ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারিয়ে চমক দেখানো বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবার বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। উত্তর প্রদেশের আমেঠি আসনে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার সঙ্গে তাঁর ভোটের ব্যবধান দেড় লাখের বেশি। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে কিশোরী লাল পেয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ২২৮ ভোট। অপর দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি পেয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩২ ভোট। এ হিসাবে কিশোরী লাল ১ লাখ ৬৬ হাজার ২২ ভোট বেশি পেয়েছেন। ফলাফল ঘোষণার পর নিজের পরাজয় মেনে নিয়েছেন স্মৃতি ইরানি। সামাজিক মাধ্যমে তিনি বলেন, জনগণের রায় তিনি মেনে নিচ্ছেন। গত ৩০ বছরে জমে থাকা কাজ, সরকার মাত্র পাঁচ বছরে শেষ করায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি কৃতজ্ঞ। যাঁরা জয় পেয়েছেন, তাঁদের অভিনন্দন জানান তিনি।

এই জয় ‘গান্ধী পরিবার ও আমেঠির জনগণের’ বলে মন্তব্য করেছেন কিশোরী লাল। আর তার জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সে কথা জানান প্রিয়াঙ্কা সঙ্গে আমি ঠিক মানুষের প্রতি অভিনন্দন জানান।

১৯৯৯ সালে আমেথি থেকে সোনিয়া গান্ধীর জয়ে বড় ভূমিকা ছিল কিশোরী লাল শর্মার। ২০০৪ সালের নির্বাচনে ছেলে রাহুল গান্ধীর জন্য আসনটি ছেড়ে দেন সোনিয়া। সেই বছর উত্তর প্রদেশের রায়বেরেলি আসন থেকে লড়েন তিনি। এরপর দুই আসনে দেখভাল করতেন কিশোরী লাল।আমেঠি ও রায়বেরেলিকে গান্ধী পরিবারের ঘাঁটি বলা হয়। তবে গত নির্বাচনে এই আসনে রাহুল গান্ধীকে হারান স্মৃতি ইরানি। ভাই রাহুল গান্ধী ও কংগ্রেস পরিবারের বিশ্বস্ত কিশোরী লালের জন্য এবার এই দুই আসনে ব্যাপক প্রচার চালান প্রিয়াঙ্কা গান্ধী।

Related Articles