বিনোদন
Trending

Sanjay Kapoor: মিথ্যের জালে খুনির খোঁজ, তদন্তে রাজবীর রূপী সঞ্জয়

Sanjay Kapoor: Trailer released of 'House of Lies’, Actor Sanjay Kapoor Enters Another Murder Mystery Tunnel

The Truth Of Bengal: ‘মার্ডার, মানি, মাস্টারমাইন্ড’, নতুন চরিত্রে নতুন রূপে ফিরতে চলেছেন অভিনেতা সঞ্জয় কাপুর। না বড় পর্দায় নয়, ওয়েবের দুনিয়ায় অফিসার রাজবীর সিং চৌধুরীর চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় কাপুর অভিনীত সাসপেন্স থ্রিলার ‘হাউস অফ লাই’ এর ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে, একজন কোটিপতি ব্যবসায়ী, নাম অ্যালবার্ট। যার কাছে জীবন মানেই খেলা।

সে শুধুই ব্যবসা আর জীবনের গুটি সাজাতে ভালবাসে। সে ৩৫ কোটি টাকা রোজগার করেছে। এমন একজন মানুষের হঠাৎই খুন হয় তার জন্মদিনের পরের দিনেই। এরপর শুরু হয় আসল গল্প। কেসটির তদন্ত করতে মাঠে নামেন রাজবীর ওরফে সঞ্জয় কাপুর। ইনভেস্টিগেশন শুরু করেন তিনি। একে একে আসতে থাকে অনেক প্রশ্ন।

কে এই খুন করল? কার কাছে আছে ৩৫ কোটি টাকা? এমনই আরও অনেক প্রশ্ন নিয়ে আবর্তিত হয়েছে সম্পন্ন গল্পটি। এবার শুধু এটাই দেখার যে, অফিসার রাজবীর সিং চৌধুরী ওরফে সঞ্জয় কাপুর নিজের এই নতুন অবতারে কতটা মানুষের মন জয় করতে পারেন।