কলকাতা

পর পর দুদিন, অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা

Metro outage again during office hours

The Truth of Bengal: পর পর দুদিন। অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। শ্যামবাজারে সিগন্যালিংয়ের সমস্যার কারণে দেরিতে চলছে মেট্রো। প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রোর তরফে জানানো হয়েছে, অবিলম্বে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০ টা নাগাদ শ্যামবাজার স্টেশনে সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেয়। প্রথমে কিছুক্ষণের জন্য থমকে যায় পরিষেবা। অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা।

কেউ পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করেন। কেউ আবার অন্য উপায়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। পরবর্তীতে মেট্রোর তরফে পরিষেবা চালু করা হয়। কিন্তু ধীর গতিতে চলছে মেট্রো। সমস্ত স্টেশনেই স্বাভাবিকের তুলনায় বেশি সময় দাঁড়াচ্ছে মেট্রো। এ বিষয়ে মেট্রোর তরফে কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানের কাজ চলছে। ধীর গতিতে হলেও মেট্রো চলছে।

Related Articles