রাজ্যের খবর
Trending

জামিনের আবেদন নিয়েই কি কয়লা পাচারের মূল অভিযুক্ত লালার আত্মসমর্পন?

Is the surrender of Lala, the main accused of coal smuggling, with bail application?

The Truth Of Bengal: দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর অবশেষে আত্মসমর্পন করলেন কয়লা পাচারের মাথা অনুপ মাঝি। বেশ কয়েকবছর বছর ধরে সুপ্রিম কোর্টের বিশেষ রক্ষাকবচকে হাতিয়ার করে লালা মঙ্গলবার নিজেকে সপে দিলেন আদালতে। এদিন তাঁকে সকালে রবির আলো ফুটতে না ফুটতেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদলতে আসতে দেখেই অনুমান করা হয়েছিল, যে লালা নিজেকে আত্মসমর্পন করবেন।

তবে জল্পনা সব শেষে সত্যিতে পরিণত হয় যখন জোড়াল হয়ে আসে তাঁর নিজেকে আদালতে আত্মসমর্পন করার কথাটি। সুপ্রিমকোর্টের দেওয়া রক্ষাকবজের জেরে লালাকে গ্রেফতার না করা গেলেও জিজ্ঞাসাবাদে কোনও বাধা নেই। কিন্তু তাঁকে বহুবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তাঁর কোনও খবর পাওয়া যাচ্ছিল না। সেখানেই প্রশ্ন ওঠে যে, কোনও জিজ্ঞেসাবাদ ছাড়া কিকরে মামলার চার্জশিট কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে? এরপর তাঁকে খোঁজা হলেও নিখোঁজ অনুপের কোনও সন্ধান পাননি আধিকারিকরা।

কিন্তু নাটকীয় মোড় নেয় এদিন সকালে। মঙ্গলবার সকাল সকাল নিজেকে আত্মসমপর্ন করেন লালা। আগামী ২১শে মে এই মামলার ফাইনাল চার্জশীট পেশ করতে পারে সিবিআই। জামিনের আবেদন নিয়েই তিনি এসেছেন বলেই অনুমান।